Hello Excuse Me
Home
Portfolio
প্রাণের শহর ঢাকা। শহরজুড়ে ছড়িয়ে রয়েছে নানা অলি-গলি যেগুলো পরিচিত ও জনপ্রিয় নিজ নিজ নামে। আমরা হরহামেশা এই পথগুলো দিয়ে চলাচল করলেও জানিনা এর নামের পেছনের ইতিহাস। কেন এমন মজার নাম, কেনই বা জনপ্রিয় ব্যক্তিদের নাম জুড়ে গেছে সেই রাস্তার সাথে, সে সব কিছু নিয়েই মজার ও তথ্যবহুল রোডশো 'হ্যালো এক্সকিউজ মি'। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নানা বয়সী, নানা শ্রেণী-পেশার মানুষ জানবে এনিগমাকে, সেই সাথে তৈরি হবে সমৃদ্ধ তথ্য আর্কাইভ।